বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী জামিনী রঞ্জন সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় বাড়ির লোকজনদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণলাংকার, নগদ ৩০হাজার টাকা নিয়ে যায়।
বাড়ির মালিক জামিনী রঞ্জন সাহা জানান, ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে উল্লেখিত স্বর্ণলাংকার ও টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ডাকাতির ঘটনা আমি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বাংলা৭১নিউজ/জেএস