বাংলা৭১নিউজ, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদলের সহর্ধমীনি আহমদুল্লাহ জর্তুমা ট্রাষ্ট চট্টগ্রাম এর চেয়ারর্পাশন সেলিনা খান বাদল বলেন, মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্ম। ইসলাম ধর্ম মানবতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান সংযম, ত্যাগ ও নিজেকে পবিত্র করার মাস। এমাস আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম।
তিনি বলেন, সাংবাদিক মো. নজরুল ইসলাম আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার রেখে যাওয়া সাংবাদিকতার দীর্ঘ র্বণাঢ্য জীবন আমাদের মাঝে শুধু স্মৃতি নয় অনুস্বরণীয়ও। আওয়ামী পরিবারের সন্তান হলেও তিনি ছিলেন মানবতাবাদী ও সাহসী সৈনিক। অন্যায় আবদারের কাছে কখনো হার মানতে দেখিনি তাকে। কোন অনৈতিক পরাশক্তির কাছে পরাজয় হতে দেখিনি কখনো। তাই তিনি আজ সবার মাঝে স্বরণীয়। তিনি গত রবিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব বোয়ালখালী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও প্রয়াত সাংবাদিক মরহুম মো. নজরুল ইসলামের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি সেলিনা খান বাদল প্রয়াত সাংবাদিক মো. নজরুলের রেখে যাওয়া স্ত্রী ও ৩ শিশু ছেলের অনিশ্চিত আগামীর কথা চিন্তা করে আহমদুল্লাহ জর্তুমা ট্রাষ্ট চট্টগ্রাম এর পক্ষ থেকে ৩ শিশু ছেলের লেখা-পড়ার দায়িত্ব নেন। এ ছাড়া তিনি সাংসদের মাধ্যমে সাংবাদিক পরিবারের জন্যও সহযোগীতার আশ্বাস দেন।
প্রেসক্লাব বোয়ালখালীর আহবায়ক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য মনজুর মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দৈনিক কালেরকন্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানী, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম, থানার অফিসার ইনচার্জ হিমাংশু কুমার দাশ, অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুল আলম আখন্দ, জাসদ ইপজেলা সভাপতি মনির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, কাউন্সিলর জোবাইদা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতি-১এর সভাপতি আশরাফ উদ্দিন কাজল, বোয়ালখালী ডিজিএম রফিকুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুচ, বিএনপি নেতা নুরুন্নবী চৌ., ইউপি চেয়ারম্যান এস এম জসিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, যুবলীগ আহবায়ক মো. সেলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা এমএস আলম।
প্রেসক্লাব বোয়ালখালীর সদস্য সচিব আলহাজ্ব মনজুর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. নাজিম উদ্দিন, কাজী আয়েশা ফারজানা, আবুল ফজল বাবুল, টিপু সোলতান, অধীর বড়–য়া, শাহিনুর কিবরিয়া মাসুদ, এড. সেলিম চৌ., মো. সিরাজুল ইসলাম, এস এম মোদ্দাচ্ছির, কাজী এম এস এমরান কাদেরী, সেকান্দর আলম বাবর, ফারুক ইসলাম মানিক, রাজু দে, পুজন সেন, মো. রবিউল হোসাইন, সৈয়দ নজরুল ইসলাম, রাজু বড়–য়া, মো. শওকত আলম, মো. মহিউদ্দন, প্রভাস চক্রবর্তী, উৎপল বড়–য়া, মো. ইয়াছিন, মোমাওলানা বুরহান উদ্দিন, মাও. জয়নুল আবেদীন, মো. গিয়াস উদ্দিন, মরহুম নজরুল ইসলামের পরিবারের পক্ষে ৩ শিশু ছেলেসহ স্ত্রী রুশমী আকতার, শ্যালক মো. মোবিন, ভাই আ. মালেক, আ. খালেক প্রমূখ।
উল্লেখ্য, নজরুল ইসলাম দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে গত ৩এপ্রিল ২০১৮ইং মঙ্গলবার উপজেলার ধোরলা গ্রামের নিজ বাড়ীতে মুত্যু বরন করেছিলেন। স্থানীয় আমুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুন্সি মিয়ার বড় ছেলে। তিনি আমরণ প্রেসক্লাব বোয়ালখালীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস