অবশেষে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল বোয়ালখালী পৌরসভায় ভোট।
গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌর নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে ২৪ মার্চ।
জানা যায়, প্রায় দুই বছর আগে এই পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। পৌরবাসী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও নানা অজুহাতে সেই ভোটদান থেকে বঞ্চিত হচ্ছিলেন হাজার হাজার ভোটার।
বোয়ালখালী থানা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ভোটার বিষয়ে কিছু আইনি জটিলতা ছিল। সেটি এখন কেটে গেছে। কিছু ভোটার নিয়ে অভিযোগ উঠেছিল।
চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ মে। এ সময় বিএনপির প্রার্থী হাজী আবুল কালাম মেয়র নির্বাচিত হন। একই সালের ১৯ জুন প্রথম সভা অনুষ্ঠিত হয় এ পৌরসভায়। সে হিসাবে গত বছর ১৯ জুন এ পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে