বাংলা৭১নিউজ,বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদে মেরাজুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঙ্গলবার বাদে আছর উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বর্পূ সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুীষ্ঠত হয়।
মো. কামরুল আলম নকীব এর সভাপতিত্বে শোভাযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখেন: আল্লামা এমদাদুল হক, আল্লামা মফিজুর রহমান, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা নিজাম উদ্দীন, মো. সাইফুদ্দীন, মো. আজিম উদ্দীন ও সৈয়দ মো. নুরুল আমিন আজম প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন, আল্লাহ তা’আলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত্বহীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষাত দান তথা পবিত্র ঈদে মেরাজ শরীফের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর মহান রহস্যের বিকাশ ঘটান। সমাজ দেশ এবং রাষ্ট্র তথা সারা পৃথিবীকে ইসলামের মহান আলোয় আলোকিত করতে পবিত্র ঈদে মেরাজ শরীফের শিক্ষা ও মর্মধারা নিয়ে এগিয়ে যেতে হবে।
বাংলা৭১নিউজ/এবি