বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত মাগুরার চাষীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৯ মে, ২০১৮
  • ৪৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মুসাফির নজরুল, মাগুরা প্রতিনিধি: মাগুরার চার উপজেলার বোরো ধান ঘরে তুল এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক চাষীরা। হঠাৎ করে ঝড় ও শিলা বৃষ্টি হওয়ায় ধান কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও এ মৌসুমে জেলায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে।

জেলা কৃষি সম্প্র্র্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা, ও মহম্মদপুর উপজেলায় আনুমানিক ৪৪ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৪ হাজার ৯ শ’ হেক্টর, শ্রীপুর উপজেলায় এক হাজার ৮ শ’ হেক্টর, শালিখা উপজেলায় ১২ হাজার ৬ শত ৫০ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ৪ হাজার ৮ শ’ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসের মধ্যে শতভাগ জমির ধান কাটা হয়ে যাবে বলে তারা আশা করছেন।

সরোজমিনে মাগুরা সদর উপজেলার আঠারখাদা মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ পাকা বোরো ধানের আবাদ হয়েছে। তবে চাষীরা জানান অন্যবারের তুলনায় এবার উৎপাদন খরচ বেশি হয়েছে। তাছাড়া চলতি মৌসুমে একজন শ্রমিককে দিনে তিন বেলা খাবারসহ ৭০০-৭৫০ টাকা দিতে হচ্ছে।

মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের বোরো ধান চাষী সিরাজুল ইসলাম জানান, এ বছরে ৬ একর জমিতে তিনি বোরো ধানের চাষ করেছেন, ফলনও আশানুরূপ ছিলো, কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটা ও ঘরে তোলা নিয়ে তারা চিন্তিত।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা জানান, জেলার ধান পাকার আগ থেকেই কৃষকদের মাঝে জেলার কৃষি উপ-সহকারীরা নানা পরামর্শ দিয়ে আসছেন। জেলার প্রায় শতভাগ জমির ধান পেকে গেছে। বরাবরের মতো এ বছরও মাগুরায় বোরো আবাদ ভালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই চাষীরা সব ধান ঘরে তুলতে পারবেন বলে আশা করা যায়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com