চট্টগ্রামে বোমা মেরে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেয়ার দায়ে তারিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) বিকালে নগরীর বন্দরটিলা এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক যুবক তার প্যান্টের পকেটে একটি বডি স্প্রে বহন করছিল। সেটা দিয়ে সে ব্যাংকে ঢুকে বোমা মারার ভয় দেখাচ্ছিল। কেন সে এই কাজ করেছে তা জানতে যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (বন্দর) অলক বিশ্বাস বলেন, বাংলাদেশ নৌবাহিনীর ঈসা খান ঘাঁটি এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখায় প্রবেশ করে এক যুবক বোমা মারার হুমকি দেয়। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা তাকে কৌশলে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি বডি স্প্রে উদ্ধার করেছে। যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি