পঞ্চগড়ের বোদা উপজেলা সদরে রিকশা, ভ্যানচালক ও গরীব মানুষের মাঝে ১০০০ পিচ মাস্ক বিতরন করল হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রিকসা, ভ্যানচালক ও গরীব মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন। মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর। মাস্ক বিতরন অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিথু, প্রবীন সাংবাদিক ও আওয়ামী কৃষকলীগের ঋণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক, সাংবাদিক রবিউল হাসান লিটন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দেশে করোনা ভাইরাসের শুরু থেকেই সংগঠনটি গরীব ছিন্নমূল মানুষের মাঝে ত্রান সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ পত্র সরবরাহ করে আসছিল।
বাংলা৭১নিউজ/এমকে