পঞ্চগড়ের বোদায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন আজ শনিবার সমশেরনগর বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম এর মাল্টা বাগানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বীর মুক্তিযোদ্ধা ও মাল্টা চাষী তরিকুল আলম। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথির মাল্টা বাগনগুলো পরিদর্শন করেন।
বাংলা৭১নিউজ/সিএফ