পঞ্চগড়ের বোদায় রাবেয়া-রাজ্জাক ইসলামী শিক্ষা নিকেতন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার জমাদারপাড়া গ্রামে বীরমুক্তিযোদ্ধা প্রবিণ রাজনীতিবীদ আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এমরান আল আমিন, বোদা গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা, রাবেয়া- রাজ্জাক ইসলামী শিক্ষা নিকেতন এর পরিচালক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাইদুর রহমান প্রধান, দোয়া পরিচালন করেন আলহাজ আব্দুর রহমান।
বাংলা৭১নিউজ/এমকে