পঞ্চগড়ের বোদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়ে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বোদা থানা, পৌরসভা, আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুস্পমাল্য অর্পন শেষে শহীদদেরে আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয় এবং বেলুন উড়ানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা ও বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন। এর পর প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/পিকে