বাংলা৭১নিউজ,(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ‘প্রকৃতির নিঃশ্বাসে, মোরা শান্তি ছড়াতে’ এই স্লোগানকে সামনে রেখে “ইনভাইরোমেন্ট ন্যাচারাল পিউরিফিকেশন অর্গানাইজেশন” নামে একটি পরিবেশ বান্ধব সংগঠন শারীরিক দূরত্ব বজায় রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে গাছ, মাস্ক ও সাবান বিতরণ করা করেন।
আজ শুক্রবার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন জাসদের কেন্দ্রীয় নেতা ও সহকারী অধ্যাপক এমরান আল আমিন, প্রধান শিক্ষক জামিউল হক।
এছাড়াও ইনভাইরোমেন্ট ন্যাচারাল পিউরিফিকেশন অর্গানাইজেশন নামে পরিবেশবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রসায়ন প্রভাষক ক্ষিতীশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক ও সহকারি শিক্ষক কৃষ্ণ চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক হুমায়ূন রশিদ, কোষাধ্যক্ষ ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক সৈকত বণিক, সদস্য ও সহকারি শিক্ষক ফারুক আহমেদ, সংস্কৃতি সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিবেশ প্রকৃতিকে সুস্থ্য রেখে মানব সম্প্রদায় সহ সকল জীব সম্প্রদায় যেন অনূকূল পরিবেশ নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তার জন্য সংগঠনের এই আয়োজন বলে মন্তব্য করছেন সংগঠনের সদস্যরা।
বাংলা৭১নিউজ/এমএস