বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বিদ্যুৎপৃষ্ট হয়ে খয়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট বানিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।
স্থানীয়রা জানায়, আজ সকালে বাড়ির সাথে নিজের মুদির দোকানে টিভির বৈদ্যুতিক লাইন দিতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/আরএম