বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোর সকল দোকান-পাট বন্ধ রয়েছে। দুপুর ১টার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার পর ঘরে ফিরছে মানুষজন। বাজারে খোলা থাকছে শুধু মাত্র ঔষুধের দোকান গুলো। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সরকারের-নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
এতে তিনি জেলা সদর সহ পাঁচ উপজেলার সব হাট-বাজার ও দোকানপাট দুপুর ১টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেন। এ সময়ের মধ্যে সকলকে জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রেহের পরামর্শ দেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে জরুরী সেবা হিসেবে শুধু ঔষুধের দোকান খোলা থাকবে। এ সিদ্ধান্ত অমান্য করলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলা৭১নিউজ/এমআর