বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় দুইটি পিতলের মুর্তি উদ্ধার করেছে বোদা থানার পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে করতোয়া নদীতে পাথর উত্তোলন করার সময় শহিদুল পাঠান নামের এক পাথর শ্রমিক এ দুটি মূর্তি দেখতে পায়। পিতলের মুতি দু’টি উত্তোলন সময় ঘটনাটি জানা জানি হলে স্থানীয়রা বোদা থানায় খবর দেন। পরে পুলিশ মুর্তি দু’টি উদ্ধার করে বোদা থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান জানান দু’টি পিতলের মুর্তি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ