বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ট্রাকোর চাপায় মতিয়ার রহমান (৬০) এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বুধবার দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি উপজেলা চন্দনবাড়ি ইউনিয়নের খেড়বাড়ি গ্রামে। সে ঐ গ্রামের মৃতঃ আবু তালেবের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মতিয়ার বাড়ি থেকে বাইসাইকেল যোগে বোদা হাটে বাজার করার জন্য আসে। এ সময় এশিয়ান হাইওয়ে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাইপাস এলাকায় পৌছলে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনা স্থলে মারা যায়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এবি