বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য নিয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পঞ্চগড়ের বোদায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বোদা সাব জোনাল অফিস ঠাকুরগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী সৈয়দ মাহমুদ হাসান।
বোদা সাব জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপভি এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা থানা অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ। এ সময় সরকারী কর্মকর্তা, ইউ’পি চেয়ারম্যান সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস