বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ‘সুস্থ্য সবল জাতি চাই-পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহমান, সাকোয়া ইউ’পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, ময়দানদিঘী ইউ’পি চেয়ারম্যান মোঃ আব্দুর জব্বার সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসই