বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। উপজেলা প্রশাসন, বোদা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। পুস্পমাল্য অর্পন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃআশরাফুজ্জামান, উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সকল স্কুল কলেজ মাদরাসায় জন্মশতবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/এফআর