বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ছেলে ধরা গুজব সর্ম্পকে প্রচার অভিযান চলছে। উপজেলা প্রশাসন ও বোদা থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ হাট-বাজারে প্রচার কার্যক্রম পরিচালনা করছেন।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান প্রতিদিন উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও হাট বাজারে ছেলে ধরা গুজব সম্পর্কে আলোচনা করছেন।
উল্লেখ, যে দেশব্যাপী ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়ার প্রভাব বোদা উপজেলায় পড়েছে। এলাকার মানুষ জনের মধ্যে ছেলে ধরা আতঙ্ক বিরাজ করছিল। ছেলে ধরা আতঙ্কে গ্রামের স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছিল। উপজেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ছেলে ধরা গুজব আতঙ্ক কমতে শুরু করেছে।
বাংলা৭১নিউজ/এএস