পঞ্চগড়ের বোদায় গাঁজা ও নগদ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানার পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের মকররী পাড়া হতে তাকে ২শত ৫০ গ্রাম গাঁজা ও দুই হাজার দুইশত ১০ টাকা সহ হাতে নাতে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ঐ গ্রামের ফরিদ উদ্দীন এর ছেলে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের তাকে আজ শনিবার জেল হাজতে পাঠানো হয়।
বাংলা৭১নিউজ/এমকে