বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ৭ পিস ইয়াবা সহ ২জন মাদকসেবী হেলাল (৩০) ও সোহাগ (৩২) কে আটক করেছে বোদা থানা পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় বোদা পৌর শহরের মেডিক্যাল মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আজিজুল হক, এস আই হাফিজ, এএসআই মোস্তাফিজুর ও এ এস আই সায়েবুল তাদের ৭ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
আটককৃত সোহাগ বোদা পৌরসভার কলেজপাড়া গ্রামের বয়জুল এর ছেলে, হেলাল ইসলামবাগ গ্রামের তোয়াবুর এর ছেলে। এ ব্যাপারে বোদা থানা অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস