বুধবার, ০১ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

বৈঠক করলেন ইরান, রাশিয়া ও সিরিয়া প্রতিরক্ষামন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৯৬ বার পড়া হয়েছে
সিরিয়া, ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে রাশিয়া, সিরিয়া ও ইরানি প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সের্গেই শোইগু, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল ফাহাদ জাসেম আল-ফ্রেইজি এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান।

বৈঠকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতির সুযোগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ দেয়া ঠিক হবে না। তিনি সিরিয়ায় সহিংসতার লাগাম টেনে ধরতে ‘সমন্বিত’ যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান।

বৈঠকে জেনারেল দেহকান বলেন, সিরিয়ার চলমান যুদ্ধবিরতিকে ইরান অনুমোদন দিয়েছে শুধু সেখানকার নিরাপত্তা নিশ্চিত হবে বলে; কোনোভাবেই সন্ত্রাসীদের শক্তি অর্জনের জন্য নয়। তিনি সিরিয়ার সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে জোরালো লড়াইয়ের আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাসীদের জন্য বিদেশি সহায়তা আসা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি। দেহকান বলেন, সিরিয়ায় লড়াই করতে হবে এবং দেশটির জনগণকে রাজনৈতিক উপায়ে নিজেদের ভাগ্য ঠিক করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালাতে হবে।

ইরানের মন্ত্রী কথিত ‘মধ্যপন্থি বিরোধীদল’-এর নামে সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়ার জন্য আমেরিকা, সৌদি আরব ও আঞ্চলিক কয়েকটি দেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে মিথ্যা চেষ্টার মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির মুখোশ উন্মোচিত হয়েছে।

সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার বন্ধুত্ব সন্ত্রাসবাদ বিস্তারে উৎসাহ দিচ্ছে বলেও কঠোর ভাষায় রিয়াদ ও তেল আবিবের সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিম উম্মাহ ও পুরো মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইলের হাতের পুতুল হিসেবে সৌদি সরকার বিপজ্জনক খেলায় মেতে উঠেছে।

বৈঠকে সিরিয়া এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, এ ধরনের বৈঠক আয়োজনের জন্য তারা ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com