বাংলা৭১নিউজ, ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে রাশিয়া, ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বৈঠক হবে বলে কথা রয়েছে।
আসন্ন বৈঠকে সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধ এবং মধপ্রাচ্য অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এতে যোগ দেবেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জাসেম আল-ফ্রেইজি।
বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেহকান। ধারণা করা হচ্ছে- আসন্ন বৈঠকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করবেন তারা।
সিরিয়ার নতুন সংসদের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেয়ার জন্য ইরান, রাশিয়া ও চীনের প্রতি গতকাল কৃতজ্ঞতা জানিয়েছেন। এর একদিন পর এই বৈঠকের খবর এল।
বাশার আসাদ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যেকোনো সময়ের চেয়ে ইরান, সিরিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এখন বেশি শক্তিশালী।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:পার্সটুডে