বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১২ পিস স্বর্ণের বারসহ হাফিজুর রহমান (৪৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার রাত আটটার দিকে সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর রহমান বৈকারী গ্রামের রিয়াজ তুল্লাহ সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সরকার মো.মোস্তাফিজুর রহমান সোমবার সকালে জানান, ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২ পিস স্বর্ণের বারসহ হাফিজুর রহমানকে হাতে নাতে আটক করা হয়। তিনি আারো জানান, জবদকৃত স্বর্ণের ওজন ১২৮ গ্রাম।
বাংলা৭১নিউজ/জেএস