বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: বেড়ার চরে ফেলে যাওয়া সেই বৃদ্ধ ইউএনও’র হস্তক্ষেপে এখন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি। মানসিক ভারসাম্য করোনাভঅইরাসে আক্রান্ত সন্দেহে ৬০ বছরের এক বৃদ্ধকে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ২০ এপ্রিলে বেড়ার একটি চরে পরে আছেন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করেন।
১৯ এপ্রিলে বেড়ার ভারেঙ্গা ইউনিয়নের দুর্গম চর সাফল্য একালায় এক বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। মানসিক ভারসাম্য হওয়ায় সে তার নাম, ঠিকানা কিছুই বলতে পারে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা বিষয়টি বেড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে। বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিছু চিকিৎসক নিয়ে সেখানে উপস্থিত হয়ে বৃদ্ধকে উদ্ধার করেন এবং বিকেলে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী জানান বৃদ্ধের শরীরে জ্বর ও কাশি আছে, তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃদ্ধ তার পরিচয় বলতে না পারায় ধারনা কর হচ্ছে নৌকা যোগে তাকে কে বা কারা দুর্গম চরসাফল্যয় ফেলে রেখে গেছে। বড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী’র মহানুভবতায় এলাকাবাসী প্রশংসা করছেন।
বাংলা৭১নিউজ/এমআর