হবিগঞ্জের বাহুবলে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের জব্বার উল্লাহর ছেলে জমির উদ্দিন (৪০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার ছেলে শাকিল আহমেদ রামিম (৩৫)।
পুলিশ ও স্থানীয় জানান, মোটরসাইকেলযোগে দুই বন্ধু বানিয়াচং থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে যাচ্ছিলেন। দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা তিনজন আহত হয়েছেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এমকে