বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: সান্তাহার শহরের সাইলো সড়ক থেকে দমদদমা, কদমা রামপুরা হয়ে আদমদীঘির রেল স্টেশন পর্যন্ত পায় ১৫ কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তে সৃষ্টি হয়েছে। ফলে ঝকি নিয়ে চলাচল করছে যানবাহন।এতে অর্ধশত গ্রামের স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সান্তাহার শহর মূখি শত শত মানুষের চলাচল ও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে।
সান্তাহার শহরে সাইলো সড়ক থেকে রক্তদহ বিলঘেষে দমদমা, কদমা করজবাড়ী, কাশিমালা, রামপুরা, মন্ডপুরপুর, জোরপুকুর, বিশিয়া, দক্ষিণগনীপুর হয়ে প্রয় ১৫কিলোমিটার সড়কটি প্রায় ১৬ বছর আগে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পাকা করা হয়।
এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি, অটোচার্জার, রিক্স্রাভানসহ বিভিন্ন যানবাহনে এসব গ্রামের স্কুল কলেজের ছাত্র ছাতীসহ শত শত মানুষ এবং সর্বসাধান চলাচল করে থাকে। এস এলাকার মানুষের আদমদীঘি উপজেলা সদর ও সন্তাহার জংশন পৌর শহরসহ দেশের বিভিন্ন স্থানে যাতাতের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক।
সড়কটির কার্পেটিং উঠে বড় বড় গর্তের হওয়ায় যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আর যানবাহন চলাচর বন্ধ হয়ে পরলে স্কুল কলেজ মূখি পড়া লেখা বিগ্ন ঘটবে বলে জানিয়েছেন অভিভাবকগন।
এছাড়াও কদমায় শুক্রবারও সোমবার বসে হাট। এই হাটে দোকানেিদর মালামাল পরবিহনে ভাঙ্গা রাস্তার জন্য দুর্ভোগে পরতে হয়। এলাকাবাসী জরুরী ভিত্তিতে এ গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে আদমদীঘি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বললে তিনি বলেন এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতায় চোলে যাওয়ায় উপজেলা পরিষদ থেকে আর সংস্কার করা সম্ভাব হয়না।
বাংলা৭১নিউজ/জেএস