বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধিঃ বেনাপোল বন্দর শ্রমিকদের পারিশ্রমিকের ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ফুঁসে উঠেছে বন্দর শ্রমিকরা। বন্দরের পন্য লোড আনলোড বন্ধ রেখে উত্তেজিত শ্রমিকরা সড়ক দখল করে রাখে তিন ঘন্টা। মংগলবার বিক্ষুদ্ধ শ্রমিকরা তাদের পাওনা ১ কোটি ২০ লাখ টাকা ফেরতের দাবিতে বন্দরের ৫ নং গেটে দফায় দফায় বিক্ষোভ মিছিলও করে। বিক্ষুদ্ধ শ্রমিকদের চাপের মুখে বন্দরের শ্রমিক নেতা নকিমউদ্দিন মোল্লা টাকা ফেরতের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগদান করে।
বন্দর শ্রমিকদের ২ টি সংগঠন মিলে শ্রমিক নকিমউদ্দিনের নিকট থেকে একটি অংগীকারনামা স্টাম্পে স্বাক্ষর করা হয়। বেনাপোল বন্দরের কর্মরত শ্রমিক সংগঠন ৮৯১ এর সভাপতি কলিমউদ্দিন জানান, তাঁর সংগঠনের শ্রমিক সংখ্যা ৬ শ ১৪ জন। বন্দরের ক্রেন সাইডের মালামাল লোড আনলোড খাত থেকে প্রতিদিন মুজুরি এবং বখশিষের একটি অংশ জমা হয় সংগঠনের নেতা নকিমউদ্দিনের কাছে। গত ১০ বছরে তাঁর নিকট জমাকৃত টাকার পরিমান দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ। করোনার কারনে শ্রমিকরা এখন বেকার, তাদের ঘরে খাবার নেই। এমতাবস্থায় আমরা সংগঠনের জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নেয়া হয় জমাকৃত টাকা শ্রমিকদের মধ্যে ভাগ করে দেয়ার।
সিদ্ধান্ত মোতাবেক নকিমউদ্দিনের কাছে টাকা চাইলে সে টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকে। গত ৪ মে বিক্ষুদ্ধ শ্রমিকদের একটি অংশ আন্দোলন শুরু করলে সে আগামী এক মাসের মধ্যে টাকা ফেরত দেবে বলে স্টাম্পে অংগীকারনামা সই করে দেয়। স্টাম্পে সই করার খবর শোনার পরে শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগ দেয়। এদিকে শ্রমিক নেতা নকিমউদ্দিন মোল্লা টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেন,
সংগঠনের কিছু টাকা তাঁর কাছে জমা ছিল। ওরা যেটা বলেছে সেটা ঠিক না। আমার কাছ থেকে স্টাম্পে সই করিয়ে নিয়েছে। পরস্পর বিরোধী বিরোধী বক্ত্যব্যে বর্তমানে শ্রমিকদের টাকা আত্মসাতের ঘটনায় বন্দরের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটার আশংকা করছে স্থানীয়রা।
বাংলা৭১নিউজ/এসআর