বাংলা৭১নিউজ, যশোর : বেনাপোল বন্দরের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পোর্ট থানা, বন্দরের গুদামসহ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে বন্দরের ২৩ নম্বর গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে ওঠে। একপর্যায়ে বন্দরের পাশের গুদাম ও পাশে থাকা পোর্ট থানা ভবনেও ছড়িয়ে পড়ে আগুন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ‘খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।’
বাংলা৭১নিউজ/সিএইস