বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল প্রেস ক্লাবের সাধারন সভা -১৮ আজ শনিবার সকালে স্থাণীয় একটি গার্ডেনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মহসিন মিলন । সাধারন সম্পাদক বকুল মাহবুব সভা পরিচালনা করেন। সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসেব ও নির্বাচনের দিন তারিখ নির্ধারন করা হয়।
সভায় সর্ব সম্মতি ক্রমে আগামী ১০ ফেব্রুয়ারী নির্বাচনের দিন নির্ধারন করা হয় এবং প্রবীণ শিক্ষাবিদ মাস্টার শহিদুল্লাহকে প্রধান নির্বাচন কমিশনার করার ঘোষনা দেয়া হয়। সাধারন সভা শেষে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে বিজিবির কমান্ডিং অফিসার কর্ণেল আরিফুল হক, মেজর নজরুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আ: ওয়াদুদ, বেনাপোল পোর্ট থানার ওসি ফিরোজ উদ্দিন, ওসি মাসুম অংশ গ্রহন করেন। পরে প্রত্যেক সদস্য ও আমন্ত্রিত অতিথিদের মাঝে প্রেস ক্লাবের পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস