বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে বুধবার সন্ধ্যায় ১ কেজি ২শ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার সহ আব্দুর রহিম (২৪) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মোঃ ইউসুফ আলীর ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহম্মেদ জানায়, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১২ টি সোনার বার সহ আব্দুর রহিম নামে এক পাচারকারীকে আটক করে। আটক সোনার মূল্য ৬০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আটক পাচারকারীকে জিঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
বাংলা৭১নিউজ/এআর