বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ও শার্শা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ মাদক মুক্ত ঘোষনা করলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সোমবার বিকেলে বেনাপোল সোনালী ব্যাংকের সামনে এক বিশাল মাদক বিরোধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেয়া হয়।
শার্শা উপজেলা মাদক নির্মুল কমিটির সভাপতি শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মো: ইমরান উল্লাহ সরকার, র্যাব-৬ এর জেলা কমান্ডিং অফিসার মো: সুরত আলম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
প্রধান অতিথি সাংসদ মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, যে কোন মুল্যে আমার নির্বাচনী এলাকা শার্শা ও বেনাপোলকে মাদক মুক্ত করা হবে। আজ থেকে কেউ মাদক ব্যবসা করলে কোন ভাবেই তাকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায় আওয়ামীলীগের কোন নেতা কর্মী জুড়ত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না বলে তিনি হুশিয়ারী উচ্চরন করেন।
বাংলা৭১নিউজ/এসএস