বাংলা৭১নিউজ, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পাচারকারী চক্রে হাত থেকে তিন তরুণীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় সেলিনা বেগম (২৬) নামে এক নারী পাচারকারীকেও আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় তরুণীদের উদ্ধার এবং পাচারকারীকে আটক করা হয়।
সেলিনা নেত্রকোনা জেলার বড়হাট্টা থানার চন্দনপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী। পাচারের শিকার তরুণীরা হলো- আসমা খাতুন (২২), শিরিনা খাতুন (২১) ও লাকি আক্তার (২০)। এদের প্রত্যেকের বাড়ি নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল জলিল জানান, আটক পাচারকারী সেলিনা ওই তিন তরুণীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে এনে পাচারকারীদের হাতে তুলে দেয়। পরবর্তীতে তাদের ইচ্ছার বিরুদ্ধে সীমান্তপথে ভারতে পাচারের চেস্টা চালায়।
এসময় তরুণীরা পাচার হচ্ছে বুঝতে পেরে চিৎকার করলে দায়িত্বরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের উদ্ধার এবং পাচারকারীকে আটক করে। স্থানীয় পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
আটক ওই পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে সুবেদার জানান।
বাংলা৭১নিউজ/এন