বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ব্যবসায়ী , পাসপোর্ট যাত্রীদের সুবিধা,ও নিরাপদে সরকারী রাজস্ব জমা নিশ্চিত করতে বেনাপোল বাজারে সোনালী ব্যাংকের ট্রেজারী চালান শাখা ও আন্তর্জাতিক চেকপোষ্ট প্যাসেজ্ঞার টার্মিনালে সোনালী ব্যাংকের বুথ উদ্ভোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে প্রথান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর ওবায়েদ উল্লাহ আল মাসুদ,কাস্টমস এর অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, বাংলাদেশে ল্যান্ডপোর্ট অথরিটির সদস্য সৈয়েদ জাহিদুল হক, বন্দর উপ পরিচালক ট্রাফিক রেজাউল করিম,বেনাপোল সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক রাকিবুল হাসান প্রমুখ। ফিতা কেটে ব্যাংকের উদ্ভোধন শেষে দোয়া পরিচালনা করা হয়।
সোনালী ব্যাংকের এই শাখা গুলো উদ্ধোধনে যাত্রী সেবা দ্রুত ও সরকারী রাজস্ব জমা গতি বৃদ্ধি পাবে। তবে চেকপোষ্ট সোনানী ব্যাংক বুথে কাউন্টার সংখ্যা বাড়ানোর দাবী জানান স্থানীয়রা।
উল্লেখ্য প্রতিদিন এই শাখা দুটিতে ২০ থেকে ২২ কোটি টাকার রাজস্ব জমা দেয়া পড়ে।
বাংলা৭১নিউজ/জেএস