বেনাপোলর সাদিপুর ও পুটখালি সীমান্ত থেকে পৃথক অভিযানে ১টি ওয়ান স্যুটার পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫ বোতল বিদেশি মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে এ অস্ত্র-গুলি উদ্ধার ও মদ সহ তাকে আটক করা হয়। বিজিবি জানায়, অস্ত্র পাচারের গোপন খবরে, বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান স্যুটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। ২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদসহ সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আশরাফ আলী জানান, আটককের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিকে