বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধি: বেনাপোলের গাজিপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে একাধিক মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী সুজন আলী (৩৫) ও তার সহযোগি আল-আমিন (৩৪) কে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত সুজন বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের কাদের ড্রাইভারের ছেলে ও আল-আমিন গাজিপুর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। রাতে তারা অস্ত্র সহ বড় ধরনের অপরাধ সংঘটিত করতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে সুজনের কাছ থেকে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সুজন এলাকায় একজন অস্ত্র ধারী সন্ত্রাসী । সে এলাকায় বিষাক্ত সুজন নামে পরিচিত। সে এলাকায় স্বর্ন ডলার সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের জিঞাসাবাদ শেষে আজ বিকেলে আদালতে প্রেরন করা হবে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান অস্ত্র সহ সুজন ও তার সহযোগিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, মাদক, ও সন্ত্রাস সহ একাধিক মামলা রয়েছে।
আটককৃতদের যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই