দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন টার্মিনালের উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপদেষ্টার সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ড. রাজীব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।
পরে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বন্দর অডিটরিয়ামে স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ চালু হওয়ার ফলে একসঙ্গে এই টার্মিনালে ১২০০ থেকে ১৫০০ পণ্যবাহী ট্রাক রাখা যাবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে, সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ।
২৯ কোটি ২৮ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ৪১ দশমিক ৩৯ একর জমিতে কার্গো ভেহিকেল টার্মিনালটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, টার্মিনাল ব্যবহারকারীদের জন্য আধুনিক বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, ১০০ টন ক্ষমতাসম্পন্ন দুটি ওয়েব্রিজ স্কেল, ভারতীয় ট্রাকচালকের জন্য গোসলখানা, রান্নার ব্যবস্থা, রেস্তোরাঁ, বিশ্রামাগার, আধুনিক ওয়াশ ব্লকসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ