বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে পাচারের সময় এক লাখ ১১ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা বাংলাদেশি টাকায় ৯৩ লাখ ৯৯ হাজার ৬শ টাকা।
রোববার রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের পোতাপোস্ট নামক স্থান থেকে এসব ডলার উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সূত্রে জানা যায় ভারত থেকে পাচারকারীরা বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সাদিপুর সীমান্তের পোতাপোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই পাচারকারী বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পরে ব্যাগ ক্যাম্পে এনে তল্লাশি করে নগদ এক লাখ ১১ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে একই দিন বিকেলে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে বিল্লাল হোসেন নামে এক পাচারকারীকে পাঁচ হাজার মার্কিন ডলারসহ আটক করে বিজিবি সদস্যরা।
বাংলা৭১নিউজ/আর এইচ