বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: দোল উৎসবের কারনে ভারতে সরকারী ছুটি থাকায় আগমী কাল সোমবার ভারতের প্রেটাপোল বন্দরের সাথে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশে মধ্যে পার্সপোট যাত্রীদের যাতায়াত সচল থাকবে।
ভারতের প্রেটাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে দোল উৎসবের কারনে সোমবার সরকারী ছুটি বিধায় ভারত -বাংলাদেশ দু’দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে মঙ্গলবার সকাল থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি -রফতানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো মামুন কবির তরফদার জানানন, সোমবার দু’ দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পার্সপোট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক তাকবে।
বাংলা৭১নিউজ/এসএস