বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার আমড়খালী এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ৪০ হাজার মার্কিন ডলার সহ শেখ এনামুল হক (৩০) নামে একজন মূদ্রা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়াল গ্রামের শেখ আবু বকরের ছেলে।
বেনাপোল’র আমড়াখালী এলাকা থেকে বরিশালগামী এম এম পরিবহন থেকে তাকে আটক করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিঙ অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল চেকপোষ্ট থেকে এম এম পরিবহনে করে একজন মূদ্রা পাচারকারী বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা নিয়ে বরিশাল যাবচ্ছ এমন সংবাদের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় বাসটি তল্লাশি করে এনামুল হক নামে একজন মুদ্রাপাচারকারীর দেহ তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলার সহ তাকে আটক করা হয়। এ সময় মানি লন্ডারিং আইনে এনামুলকে আটক করা হয়।
আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
বাংলা৭১নিউজ/জেএস