শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ঘুরতে এসে প্রাণ গেল যুবকের খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়া ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ মাদারীপুরে কুপিয়ে মৎসচাষির হাত বিচ্ছিন্ন টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা ১৫ জেলায় দাবদাহ শনিবার পর্যন্ত গরমের দাপট চলতে পারে চট্টগ্রামে জোড়া খুন নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ট্রেনের পাওয়ার কারে আগুন : সন্দেহের তালিকায় সিগারেট ও জেনারেটর চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মারা গেছেন বরেণ্য অভিনেতা মনোজ কুমার প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছেন দুই মালিক

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

গাজীপুরে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করে কারখানায় তালা দিয়ে পালিয়েছেন দুই মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

গাজীপুর মহানগরের সিগনেচার অ্যাপারেলস এবং কালিয়াকৈর উপজেলার হ্যাগ নিটওয়্যার নামের দুই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কিছু শ্রমিক কারখানা এলাকায় এবং কিছু শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন।

 

গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার আসকর টওয়ারে অবস্থিত সিগনেচার অ্যাপারেলস নামের পোশাককারখানার শ্রমিক আনোয়ারা বেগম ও সুপারভাইজার মোহসীন জানান, ওই এলাকার আশিকুজ্জামানের ভবন ভাড়া নিয়ে জনৈক বিল্লাল গাজী সাবকন্ট্রাক্টে কারখানাটিতে প্যান্ট তৈরি করা হয়।

চলতি বছরের ৪ জানুয়ারি কারখানাটি সাব কন্ট্রাক্টে চালু হয়। কারখানা চালু হওয়ার পর জানুয়ারির বেতন ১০ ফেব্রুয়ারি দেওয়ার কথা থাকলেও প্রত্যেকের হাজিরা ও ওভারটাইম কেটে তা ১৯ ফেব্রুয়ারি দেওয়া হয়।

ফেব্রুয়ারি মাসের বেতন ১৬ মার্চ দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে প্রশাসনের মধ্যস্ততায় ২৩ মার্চ বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিক। কিন্তু ২৩ মার্চেও বেতন না দিয়ে কারখানার মালিক পলায়ন করেন।

পরে মালিকের সন্ধান না পাওয়ায় কারখানাটির দায়িত্ব নেন ভবনটির মালিক আশিকুজ্জামান। দায়িত্ব নিয়ে তিনি জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবেন। কিন্তু ওই শর্ত ভঙ্গ করে পাওনাদি পরিশোধ না করেই বৃহস্পতিবার বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কারখানা থেকে শ্রমিকদের বের করে তালা ঝুলিয়ে দেন তিনি।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালায় অবস্থিত হ্যাগ নিটওয়্যার নামের পোশাককারখানার শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, ২৫ মার্চ আমাদের গত ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু ২৫ মার্চ কারখানায় গিয়ে দেখি তালাবদ্ধ করে কারখানার মালিক, সিইওসহ সবাই পালিয়েছেন।

পরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিকরা। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন তাদের স্মারকলিপি গ্রহণ করেন। বিষয়টি সমাধানে কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com