বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বেগুনের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেগুণ এক হাজার টাকা দরে বিক্রি হয়েছে। গত এক সপ্তাহ আগে বাজারে বেগুনের মণ ছিল আশি থেকে একশত টাকা।
উপজেলার সবচেয়ে বেগুনের আবাদ হয়েছে ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ ও ধরধরা এলাকায়।
সরজমিনে এলাকা ঘুরে জানা যায়, ব্যবসায়ীরা কৃষকদের বেগুন ক্ষেতের মাঠ থেকে বেগুণ পাইকারী দরে ক্রয় করছেন। এ সময় কথা হয় বেগুন চাষী অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামের সাথে। তিনি জানান, গত কয়েকদিন আগে বেগুন বাজারে বিক্রি করতে পারিনি। এখন বাজারে বেগুন এর চাহিদা বৃদ্ধি পাওয়া দাম অকেনটা বৃদ্ধি পেয়েছে।
তিনি জানান, বেগুনের দাম বৃদ্ধি পেলের কৃষকদের ঘরে শান্তি নেই। কারণ বেগুনে যে পোকা দেখা দিয়েছে। তাতে বেগুন বেশি দামে বিক্রি করেও লাভ নেই। কারণ এক মন বেগুনে হাফ মণ পোকায় নষ্ট বেগুন পাওয়া যাচ্ছে। বাজারে বিভিন্ন কোম্পানীর পোকা দমনের ওষুধ স্প্রে করেও কোন লাভ হচ্ছে না। দিন দিন পোকার মাত্রা বেড়ে চলেছে।
যদি পোকাটাকে দমন করা যায় তাহলে বেগুন চাষ করে অনেক কৃষক লাভবান হবে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ বলেন, আবহাওয়া অনুকুলে না থাকায় পোকার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষি উপ-সহকারীরা মাঠ পযার্য়ে গিয়ে কৃষকদের পোকা দমনে বিভিন্ন প্রকারে পরামর্শ প্রদান করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস