বাংলা৭১নিউজ, ঢাকা : নির্বাচন কমিশন গঠন নিয়ে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাফর) নেতারা।
তারা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে দেশবাসীর যে আশঙ্কা তা দূর করতে এবং দেশে বিতর্কমুক্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাব ন্যায্য ও যুক্তিযুক্ত। এই প্রস্তাব মেনে নেওয়া হলে দেশের বিরাজমান রাজনৈতিক সংকটেরও নিরসন হবে।
আজ বিকেলে রাজধানী গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়ামের এক জরুরি সভায় দলটির নেতারা এসব কথা বলেন। সঠিক সময়ে সুন্দর প্রস্তাব দেওয়ার জন্য তারা জোটনেত্রী খালেদা জিয়াকে অভিনন্দন জানান।
পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস. এম. এম. আলম, আহসান হাবীব লিংকন, নবাব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মওলানা রুহুল আমীন, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, জাফর উল্লাহ খান চৌধুরী, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ মো. সেলিম মাস্টার।
সভায় সাম্প্রতিককালে মিয়ানমার থেকে আগত নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সেই সঙ্গে জাতিসংঘ, ও.আই.সিসহ সকল আন্তর্জাতিক সংস্থাকে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধানের আহ্বান জানানো হয়।
বাংলা৭১নিউজ/সিএইস