বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও মাদ্রাসা শিক্ষা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা।
পরীক্ষা শেষ হবে ১৫ নভেম্বর। নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে গত রোববার থেকে সারা দেশে বন্ধ আছে কোচিং সেন্টারগুলো। এবার ২৬ লাখ ৭০ হাজার তিনশ’ ৩৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
ছাত্রদের চেয়ে ২ লাখ ২২ হাজার ছাত্রী বেশি অংশ নিচ্ছে। গতবারের মতো এবারো পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।