বাংলা৭১নিউজ, ঢাকা: মিরপুর শেরে বাংলা ষ্টেডিয়ামে আজ আড়াইটাই শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ভোর থেকে বৃষ্টিতে কাক ভেজা হয়ে টিকেট সংগ্রহ করছেন ক্রিকেটপ্রেমীরা।
আজ ভোরে এমন দৃশ্য দেখা গেলো মিরপুর শেরে বাংলা ষ্টেডিয়ামের পূর্ব গেটে। ভোর পাচটা থেকেই দীর্ঘ লাইন, এরই মধ্যে এক পসরা বৃষ্টিতে ভিজিয়ে গেলো ক্রিকেট পাগলদের। বৃষ্টি তাদের উপেক্ষা করতে পারেনি, টিকেট তাদের সংগ্রহ করতেই হবে।
সেখানে কথা হলো উত্তরা থেকে টিকেট সংগ্রহ করতে আসা ক্রিকেটপ্রেমী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ্ এর সাথে সে ভোর পাঁচটায় এসে লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন কাঙ্খিত টিকেটের জন্য। ইতোমধ্যেই বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়েছেন, সেটাকেও তিনি আনন্দের মনে করছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডের মধ্যে প্রথম ওয়ানডে আজ শুক্রবার আড়াইটায় শেরে বাংলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/সিএইস