বাংলা৭১নিউজ,ঢাকা: করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশে আটকে পড়া আরও ১৭৭ নাগরিককে ফিরিয়ে নিয়েছে বৃটেন। বৃহস্পতিবার ঢাকায় পাঠানো বৃটিশ এয়ারওয়েজের দ্বিতীয় স্পেশাল ফ্লাইটে তাদের ফিরিয়ে নেয়া হয়।
বৃটিশ হাই কমিশন ও সিভিল এভিয়েশন জানিয়েছে- বিকাল ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্য ঢাকা ছেড়ে যায়। এর আগে গত মঙ্গলবার প্রথম স্পেশাল ফ্লাইটে ১০ শিশুসহ ২৬৪ নাগরিককে ফিরিয়ে নেয় বৃটেন। চীন ছাড়া দুনিয়ার সঙ্গে বাংলাদেশের কমার্শিয়াল ফ্লাইট বন্ধের প্রেক্ষিতে বাংলাদেশে আটকা পড়েন প্রায় আড়াই হাজার বৃটিশ নাগরিক।
এর উল্লেখযোগ্য অংশই বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ। তারা নাড়ির টানে কিংবা প্রয়োজনে এখানে এসেছিলেন। এদের মধ্য থেকে প্রায় হাজার খানেক নাগরিককে উদ্ধারে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস ৪টি স্পেশাল ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নেয়।যার দু’টি ফ্লাইটে মোট ৪৪১ জন ফিরেছেন।
উল্লেখ্য, সিলেটে আটকে পড়া বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকদের বাংলাদেশ বিমানের স্পেশাল ফ্লাইটে ঢাকায় আনা হচ্ছে। দূতাবাস বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটটির আয়োজন করছে।
বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস প্রস্তাবিত শিডিউল মতে, ঢাকা থেকে বৃটিশ নাগরিকদের উদ্ধারে বাকী দুটি ফ্লাইট পরিচালিত হবে যথাক্রমে ২৫ ও ২৬ শে এপ্রিল। দিনের শুরুতে বৃটেনের ন্যাশনাল ক্যারিয়ার ঢাকা পৌঁছাবে এবং মধ্যাহ্নে ছেড়ে যাবে।
বাংলা৭১নিউজ/এবি