দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়ছে।
বুয়েটের পলাশী মোড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলের ভোট কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৬৫১ জন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৯৬টি। যা মোট ভোটের শতকরা প্রায় ৫ শতাংশ।
এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার আসিফ ইকবাল চৌধুরী বলেন, এই এলাকার ভোটার শিক্ষিত শ্রেণি। তাদের এখনো সকাল হয়নি। আশা করছি— বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
ইসি কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩৭ স্থানে অনিয়মের ঘটনা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চট্টগ্রামের এক নারী চেয়ারম্যান রয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ