বাংলা৭১নিউজ,ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ ও ১৭ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
তবে এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে ঘোষণা করা হয়েছে।
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস