সাড়ে তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচন। বুধবার (৮ সেপ্টেম্বর) দেশের বৃহৎ স্থলবন্দরসহ চলমান ১৩টি বন্দরে ভোট গ্রহণের কথা রয়েছে।
নির্বাচনে (জাহাঙ্গীর-সগির) পরিষদের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, সাধারণ ভোটারদের দাবির কারণে তার প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন সমস্যা সমাধানে বিভিন্ন সময় তার পরিষদ ভোটারদের পাশে থেকেছেন। ভোটারটা তার পরিষদকে মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবেন।
অপরদিকে (মেহেদী-ফিদা) পরিষদের মেহেদী হোসেন জানান, গতবারের মত এবারও তার পরিষদকে নির্বাচিত করতে ভোটাররা এগিয়ে আসবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার কামাল হোসেন জানান, জাহাঙ্গীর-সগির ও মেহেদী-ফিদা নামের দুটি পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতি প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২০৪ জন কর্মচারী ভোট প্রয়োগ করবেন।
বাংলা৭১নিউজ/এবি