বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসছে আফগানিস্তান। ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আফগান ক্রিকেটাররা।
বাংলাদেশে সফরে আসার আগে ভারতে ক্যাম্প করছে আফগানিস্তান। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে একটি প্রস্তুতি ম্যাচ পাবে আফগানরা। আগামী ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবারাত্রির।
বাংলা৭১নিউজ/সিএইস